আপনজন ডেস্ক: ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। রবিবার আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলার পর এমন পদক্ষেপ গ্রহণ করলো দেশটি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসায়িক কাজের ভিডিওধারণের জন্য ড্রোন ওড়ানোর ব্যতীত শখের বশে ড্রোন উড্ডয়নকারী এবং হালকা বৈদ্যুতিক ক্রীড়া সরঞ্জাম পরিবহনকারী অন্যান্যরা যদি এখন থেকে ড্রোন ওড়ান তাহলে তাদের আইনের মুখোমুখি হতে হবে। এর আগে গত ১৭ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জোড়া ড্রোন হামলায় তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দু’ জন ভারতীয় এবং একজন পাকিস্তানের নাগরিক। আহত হয় আরও ৬ জন। এ ঘটনার পরপরই হামলার দায় স্বীকার ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি। গত কয়েক বছর ধরে দেশটিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করছে ইয়েমেনের এই বিদ্রোহীরা। ইয়েমেনে লড়াইরত এই জোটের অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাতও।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct