আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতার সুবর্ণ সুযোগ ছিল এবারই। প্রোটিয়াদের এলোমেলো অবস্থা, চোট, সিরিজের মাঝপথে কুইন্টন ডি ককের অবসর—সব মিলিয়ে অনেকেই মনে করেছিলেন বিরাট কোহলির ভারত সহজেই দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না। আজ কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্ট ৭ উইকেটে জিতে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা জয় দেখছিল কালই। দ্বিতীয় ইনিংসে ভারতকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে জয়ের লক্ষ্যমাত্রা পেয়েছিল মাত্র ২১২ রান। কাল দিন শেষে ২ উইকেটে ১০১ রান করে কাজটা এগিয়ে রেখেছিল তারা। আজ চতুর্থ দিন হাতে ৮ উইকেট রেখে আরও ১১১ রান দরকার ছিল প্রোটিয়াদের। কিগান পিটারসেনের ৮২, রাসি ফন ডার ডুসেনের ৪১ আর টেম্বা বাভুমার ৩২ রানে কাজটা সেরেছে দক্ষিণ আফ্রিকা। ভাঙাচোরা দল আর অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে টেস্টের শীর্ষ দল ভারতের বিপক্ষে এ জয় যেকোনো বিচারেই দুর্দান্ত।
দক্ষিণ আফ্রিকার রান তাড়াটা সহজ ছিল না। স্বাগতিকদের লড়তে হয়েছে প্রতিটি রানের জন্য। কেপটাউনের নিউল্যান্ডসের উইকেট দুই দলের পেসারদের সাহায্য করছিল। ভারতীয় পেসার যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, শার্দূল ঠাকুররা চেষ্টা করেছেন। কিন্তু কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ আজ দেখাতে পারেননি তাঁরা। কিন্তু স্কোর বোর্ড আরও একটু বেশি রানের আক্ষেপ করে গেছে ভারত। এটা তো ঠিক, দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্তের শতক সত্ত্বেও ভারত ১৯৮ রানের বেশি করতে পারেনি। আরও দুই–একজন যদি পন্তের যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারতেন, তাহলে দক্ষিণ আফ্রিকার রান তাড়াটা আরও কঠিনই হতে পারত। অবশ্য ভাগ্যও ভারতের পক্ষে নেই। পিটারসেনের উইকেট আরও আগেই নিতে পারত ভারত। ৫৯ রানের মাথায় (দিনের সপ্তম ওভারে) বুমরার বলে প্রথম স্লিপে ক্যাচ তুলেছিলেন। কিন্তু তা ফেলে দেন চেতেশ্বর পূজারা। পিটারসেন এরপর আরও ২৩ রান যোগ করে ফেরেন ঠাকুরের বলে বোল্ড হয়ে। এর আগেই ফন ডার ডুসেনের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ একটা জুটি গড়েন। পিটারসেনের ফেরার পর টেম্বা বাভুমা আর ফন ডার ডুসেন বাকি কাজটা করেন। নিজেদের মধ্যে গড়েন ৫৭ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটি। মধ্যাহ্ন বিরতির ৩৫ মিনিট পরই কেপটাউন টেস্ট ও সিরিজ করায়ত্ত করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতেছিল ভারত। জোহানেসবার্গ টেস্ট জিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। কেপটাউন টেস্ট তাই ছিল বাঁচামরার। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম সফর করে ভারত। টেস্ট খেলুড়ে প্রায় সব দেশের মাটিতে ভারত টেস্ট সিরিজ জিতলেও কেবল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতে কখনো টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct