আপনজন ডেস্ক: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা 'নিট' এবছর দু বার হতে পারে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশংক ইংরেজি নিউজ চ্যানেল টাইমস নাও-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা বলেছেন।
রমেশ পোখরিয়াল বলেন আরো বেশি করে পড়ুয়াদের সুযোগ দেওয়ার জন্য ডাক্তারি প্রবেশিকা প্রবেশিকা পরীক্ষা বছরে দু করার কথা ভাবা হচ্ছে। ২০২১ সালের নিট পরীক্ষার দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তাই রমেশ পোখরিয়াল বলেন, জেইই মেন পরীক্ষার মতো নিট একবারের বেশি হতে পারে এ বছর থেকে।
কেন্দ্রীয় মন্ত্রী মনে করেন, যত বেশি সুযোগ দেওয়া যাবে ততই সুবিধা হবে ছাত্রছাত্রীদের। খুব শীঘ্রই নিট পরীক্ষা ২০২১-এর দিন ঘোষণা হবে। তার আগেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী নিট বছরে দুবার হওয়ার ইঙ্গিত দিলেন।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct