আপনজন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেুরদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহরে শারীরিক ভঙ্গীকে তিনি ‘কদর্য’ ও ‘দৈত্যপরায়ণ’ বলে অভিহিত করলেন। বৃহস্পতিবার কোচবিহারে ছিল বিজেপির পরিবর্তন যাত্রা। সেখোনে বক্তব্য রাখেন অমিত শাহ। পরে তিনি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে যান। অন্যদিকে, শিলিগুড়িতে উত্তরকন্যায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলির প্রতিনিধের সঙ্গে বৈটকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা সরাসরি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের ভাষায় রাগ হয়। তার বিরুদ্ধে যেভাবে গালাগাল করলেন তা স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে মানায় না।
অমিত শাহ এদিন কোচবিহারে পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, বাংলা জয় শ্রীরাম বললে তাকে অপরাধ হিসেব গণ্য করা হয়। জয় শ্রী রাম বললে দিদির অপমান হয়। অমিত মাহ আরও বলেন, ভোট ব্যাঙ্কের জন্য মমতা দিদির রামের দরকার হয় না, দরকার হয় অন্য ধর্মের মানুষের ভোটের। কিন্তু ভোট শেষ হলে মমতা দিদিও জয় শ্রীরাম বলতে থাকবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। এর কড়া জবাব দেন মমতাও। তিনি বলেন, সবাইকে এ রাজ্যে স্বাগত। কিন্তু তিনি েএদিন এখানে এসে যে কথাগুলো বলে গেলেন, তার শারীরিক ভঙ্গী ও ভাষার কদর্যতা এবং দৈত্যদের মতো মনোভাব দেখে মনে হচ্ছে তিনি ধমক দিতে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এমন ভাষা মানায় না। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিদি গলা কেটে দেবে! তা-ও আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না।’ মমতা বুঝিয়ে দেন তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা যাবে না।