সজিবুল ইসলাম , জলঙ্গি: শুধু দক্ষিণবঙ্গ নয়, এবার পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায়ও প্রার্থী দেবে। জরঙ্গিতে বুধবার এক ধর্মীয় সভায় এসে বক্তব্য রাখার সময় এই ঘোষণা দেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। এদিন জলঙ্গি ব্লক সাদিখাঁনদেয়ার অঞ্চলের জোতছিদাম গ্রামে আয়োজন করা হয়েছিল বাৎসরিক ইসলামিক সভা। এদিনের এই মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকী বলেন, আমি সরকার গড়তে পথে নেমেছি। আপনারা কি আমার সঙ্গে সাথ দেবেন। তিনি আরো বলেন, আমি মুর্শিদবাদেরও প্রার্থী দেব। পাশাপাশি তিনি বলেন, বাম-কংগ্রেস আমার সঙ্গে যদি জোট না করে তাহলে আমি মুর্শিদাবাদের সবকটা আসনেই প্রার্থী দিতে পারি। আর দিদি আমাকে বিজেপির দালাল বলেছেন। অথচ তিনি ১৯৯৮ সালে বিজেপির সঙ্গে জোট করে প্রথম রাজ্য লড়েন। অথচ তিনি এখন বেশি বেশি কথা বলছেন।
আব্বাস তৃণমূলের সমালোচনা করে বলেন, প্রতিদিন একটা করে উইকেট পড়ছে। কিছুদিনের মধ্যে অলআউট হয়ে যাবে দিদির দল। তাই দেশের স্বার্থে তার সঙ্গে এসে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান। আব্বাসের দাবি, তারাই পারবেন গণতন্ত্রকে বাঁচাতে।
তবে, এদিন মোদি ও মমতাকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন। আব্বাস সিদ্দিকী ফিরহাদ হাকিমকের সমালোচনা করে বলেন, হায়দরাবাদের এক দাড়িওয়ালা এসে রাজ্য দখলের চেষ্টা করছেন বলে তিনি নবীর সুন্নত নিয়ে টানাটানি করছেন। দাড়ি নিয়ে প্রশ্ন তুললেও মোদি দাড়ি নিয়ে রাজ্যে এলে কোনো কথা বলছেন না। বিজেপির সঙ্গে সব মিলে মিশে আছেন বলে অভিযোগ তোলেন।
আরও পড়ুন: