আধার কার্ড তৈরি বন্ধ, ডেপুটেশন পোস্ট অফিসে
আপনজন ডেস্ক
২৩ জানুয়ারী, ২০২১, শনিবার১৪:৪৫
সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: দীর্ঘদিন ধরেই আধার কার্ড তৈরির কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকার মানুষ কোতুলপুর পোস্ট অফিসে ডেপুটেশন দিল। তাদের দাবি অবিলম্বে আধার কার্ড তৈরীর কাজ চালু করতে হবে। আধার কার্ড না হওয়ার পিছনে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা একটি লিখিত অভিযোগ কোতুলপুর পোস্টমাস্টার এর নিকট দেন। পোস্ট মাস্টার জানান, পনেরো দিনের মধ্যে আধার কার্ড তৈরির কাজ শুরু হবে। পোস্ট মাস্টার এর আশ্বাসে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা এও জানান যদি আধার কার্ড তৈরির কাজ আগামী দিন না চালু হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।