মহিউদ্দিন আহমেদ, বোলপুর: ধর্ষণ করে নাবালিকাকে খুনের অভিযোগে এক অভিযুক্তকে দোষী সাব্যস্তকে ফাঁসির সাজা শোনাল বোলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। বৃহষ্পতিবারই অসামী আসগর চৌধুরীকে দোষী সাব্যাস্ত করে মহামান্য আদালত। শুক্রবার রায় ঘোষনার সময় আদালত চত্বরে ভিড় উপচে পড়ছিল। বৃহস্পতিবার আসামী আসগর চৌধুরীকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩০২ সহ পক্সো আইনে দোষী সাব্যস্ত করে বোলপুর অতিরিক্ত দায়রা আদালত। শুক্রবার তাকে ফাঁসির সাজা শোনালো আদালত। জানা গেছে, ২০১৮ সালে লাভপুর এলাকার এক নাবালিকা স্থানীয় হাসপাতালে যাওয়ার সময় তাকে ভুল বুঝিয়ে হাসপাতালের এক পরিত্যক্ত আবাসনে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে আসগর চৌধুরী নামে এক যুবক। এর ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণে ওই নাবালিকার মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্তকে সাজার ঘোষনা করল মহামান্য আদালত।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct