রাকিবুল ইসলাম,হরিহরপাড়া,আপনজন: স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মুর্শিদাবাদের নওদা বিবেক নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের উদ্যোগে বুধবার নওদা ব্লকের বিভিন্ন এলাকায় পৌঁছে যায় বিবেক সংস্থার সদস্যরা শীতার্থ মানুষের পাশে। এদিন ২০০ জন দুস্থ পরিবারের হাতে একটি করে শীতবস্ত্র ও স্বামী বিবেকানন্দের ছবি তুলে দেন সংস্থার সদস্যরা। আজমত শেখ বলেন এই শীতবস্ত্র পেয়ে আমরা খুশি। বিবেক সংস্থার সভাপতি মোশারফ হোসেন বলেন আমরা সারা বছর দুস্থ পরিবারের পাশে থাকি এবং তাদের কাজ করি, শীতে মানুষ কষ্ট পাচ্ছে এবং ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনটি খুব ভালো এদিন সকালে স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করে তাঁকে স্মরণ করে নওদা ব্লকের বিভিন্ন এলাকায় ২০০ জন দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয় বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct