অরিন্দম হরি, হিঙ্গলগঞ্জ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প নামে এক জনমুখি প্রকল্প এর কথা ঘোষণা করেছিলেন গত মাস দুয়েক আগে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মত শুক্রবার হিঙ্গলগঞ্জ ব্লক এর গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব মন্ডল এর উদ্যোগে পঞ্চায়েত অফিস সংলগ্ন একটি মাঠে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প করা হয়।
তবে এই মাঠে এর আগে তিনবার ক্যাম্প করা হয়েছে বলে জানা গেছে। এদিন ছিল এই দুয়ারে সরকার প্রকল্পের শেষ ক্যাম্প।
এই দুয়ারে সরকার প্রকল্পের শেষ দিনে পরিদর্শনে এসে সাধারণ মানুষদের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড ও কাস্ট সার্টিফিকেট তুলে দিলেন বিধায়ক দেবেশ মন্ডল। এ দিন বিধায়ক দেবেশ মন্ডল এই দুয়ারের সরকার প্রকল্পের ক্যাম্পে পরিদর্শনে এসে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। সেই সঙ্গে গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত আবেদনকারীরা স্বাস্থ্য সাথী ও কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত আবেদনকারীদের হাতে কাস্ট সার্টিফিকেট ও স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেন বিধায়ক দেবেশ মন্ডল। স্বাস্থ্য সাথী কার্ড ও কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করার কয়েকদিনের মধ্যে ফাস্ট সার্টিফিকেট ও স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে খুশি এলাকার মানুষেরা।
আরও পড়ুন:
বিধায়ক দেবেশ মন্ডল বলেন, ‘আগে কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য আমাদের বসিরহাট মহকুমা অফিসে যেতে হতো, তাতে প্রায় ছ’মাস কি এক বছর সময় লেগে যেত, কিন্তু দুয়ারে সরকার প্রকল্পের এসে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে এই সার্টিফিকেট সাধারণ মানুষ পেয়ে যাচ্ছে।