মোল্লা মুয়াজ ইসলাম ,বর্ধমান : কবি শঙ্খ ঘোষের লেখা 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' এর মতো এই শহর ঢেকে গেছে নানা ধরনের বিজ্ঞাপনে। বিশেষত বর্ধমান শহরের কার্জন গেটের সামনে দিয়ে প্রবাহিত জিটি রোডের দুই দিক এবং কোর্ট চত্বরের দিকে একশো মিটারের মধ্যে এলাকাকে বিজ্ঞাপন মুক্ত অঞ্চল ঘোষণা করল বর্ধমান পৌরসভা। জানা যায়, আগামী সাত দিনের মধ্যে এই এলাকায় থাকা সমস্ত বিজ্ঞাপনের হোর্ডিং, ফ্লেক্স, ব্যানার খুলে সরিয়ে নেওয়ার জন্য প্রত্যেক বিজ্ঞাপন এজেন্সির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে পৌরসভা। এমনকি এই বিষয়ে গত ১০ মে পুরসভা বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্জন গেট বর্ধমানের একটি ঐতিহাসিক স্মৃতি সৌধ। এই স্মৃতি সৌধের চারপাশে একশো মিটার পর্যন্ত এলাকায় বাণিজ্যিকভাবে কোনওরকম বিজ্ঞাপন দেওয়া যাবে না। পাশাপাশি যেসব বিজ্ঞাপন এখন শহরের বিভিন্ন জায়গায় রয়েছে তা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, বর্ধমান শহরের কার্জন গেট থেকে জেলাশাসকের অফিসের আগে নেতাজী মূর্তি পর্যন্ত কোথাও কোন বেসরকারি সংস্থার বিজ্ঞাপন থাকবে না বলে পৌরসভা সূত্রে জানা গেছে। এই এলাকায় প্রয়োজনীয় দু একটি সরকারি বিজ্ঞাপন থাকতে পারে। একইভাবে কার্জন গেটের সামনে ডান ও বাম দিকে তিনশো ফুট এলাকায় কোনো বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স লাগানো যাবে না। এমনকি বিজ্ঞাপন দেওয়ার জন্য সমস্ত কাঠামো সরিয়ে নিতে হবে বিজ্ঞাপন সংস্থাগুলিকে বলে জানা যায়। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে বর্ধমান পুরসভার চেয়ারম্যান একটি নির্দেশিকা জারি করে ওই এলাকায় থাকা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার এজেন্সী গুলিকে জানান, সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে এলাকা বিজ্ঞাপন মুক্ত করতে হবে। অন্যথায় পুরসভা ব্যবস্থা নেবে।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct