আপনজন ডেস্ক: মেয়ের ধর্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোরক্ষপুরে। গুলিতে নিহত ব্যক্তির নাম দিলশাদ হোসেন (২৫)। তিনি বিহারের মুজাফফরপুরের বাসিন্দা। ধর্ষণ মামলায় কিছুদিন আগে জামিন পেয়েছিলেন দিলশাদ। অপহরণ এবং ধর্ষণের মামলায় শুক্রবার গোরক্ষপুর আদালতে এসেছিলেন তিনি। দুপুরে আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন দিলশাদ। তবে আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছান বিএসএফের কর্মী ভগবত নিশাদ ও তাঁর ছেলে নন্দলাল। এসেই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদের মাথা লক্ষ্য করে গুলি করেন ভগবত। গুলি করেই পালিয়ে যান ভগবত ও তাঁর ছেলে। পুলিশ জানিয়েছে, ভগবত আর তাঁর ছেলে উভয়কে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভগবতের নাবালিকা মেয়েকে নাকি অপহরণ ও ধর্ষণ করেছিলেন দিলশাদ হোসেন। যদিও তার বিরুদ্ধে যথার্থ প্রমাণ না থাকায় দিলশাদ জামিনে মুক্ত হয়।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct