আপনজন ডেস্ক : অনুরোধ করেও লাভ হল না। উইকিলিকসের প্রতিষ্ঠাতা আসাঞ্জকে মার্কিন সরকারের হাতে তুলে দেবেনা বলে জানিয়ে দিল ব্রিটেন আদালত। মার্কিন সরকারের বিপক্ষে রায় শুনিয়েছে ব্রিটেনের ওই আদালত। তার মানসিক অবস্থার কারণ দেখিয়ে এ রায় দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আমেরিকায় গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অভিযোগের অভিযুক্ত জুলিয়ান আসাঞ্জ। তাই আমেরিকা ব্রিটেনকে তাদের হাতে হাতে তুলে দেয়ার অনুরোধ জানায়। কিন্তু সেই আবেদন ফিরিয়ে দিয়েছেন ব্রিটিশ আদালতের বিচারক ভেনেসা ব্যারাইটজার।
আরও পড়ুন:
বিচারক বলেন, তাকে আমেরিকার হাতে তুলে দিলে কাজটি হবে ‘নিপীড়নমূলক’। আমেরিকায় ফেরত পাঠালে আসাঞ্জ হয়ত আত্মহত্যা করবেন। ২০১০ সালে উইকিলিকসের নামে অ্যামেরিকান মিলিটারির প্রায় পাঁচ লাখ নথি ফাঁস করে দেন আসাঞ্জ। এসব নথিতে আফগানিস্তান ও ইরাকে মিলিটারির নানা কার্যক্রমের তথ্য রয়েছে। এরপর তার বিরুদ্ধে আমেরিকা ১৮টি অভিযোগ আনে, যার একটি গুপ্তচরবৃত্তি। অভিযোগ প্রমাণ হলে তাকে ১৭৫ বছর জেল খাটতে হবে।
আরও পড়ুন:
অবশ্য মার্কিন জেলে একা থাকার শঙ্কাই নাকি আসাঞ্জকে হতাশাগ্রস্ত করে তুলছে বলে মনে করেন বিচারক। তিনি বলেন, আসাঞ্জের সেই ‘বুদ্ধি ও দৃঢ়তা’ আছে, যা ব্যবহার করে তিনি আত্মহত্যা করতে পারেন এবং কর্তৃপক্ষ তা ঠেকাতে পারবে না। ব্রিটিশ জুডিশিয়াল অফিস পুরো রায়টি টুইট করেছে।