বর্ষবিদায়
শীলা সোম
___________
বর্ষবিদায় পালা এলো, দুহাজার একুশ,
এনেছিলে তুমি সাথে করে ব্যথা নিরঙ্কুশ।
একবিংশ শতাব্দীর মহামারী করোনা,
না বুঝেই, চীন হতে এসে দিয়েছিল হানা।
কত যে মহান প্রাণ, তাতেই হোলো বলি,
হোলো নক্ষত্রপতন, না ফোটা কত কলি।
বন্ধ হোলো কতজনের রুজি রোজগার,
দুবেলা আহারের তরে শুধু হাহাকার।
পরিযায়ী শ্রমিকের, হোলো না ঘরে ফেরা,
কেউ আবার কোয়ারেন্টাইনে বাঁধল যে ডেরা।
লকডাউন উঠে গিয়ে আনলক হোলো,
ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে প্রাণ ফিরে পেলো।
ভোটের হাওয়ায় সবাই হোলো সোচ্চার,
দূরত্ব বজায় রাখাটা, হোলো না যে আর।
সংক্রমণ বেড়ে গেলো, করোনার দাপট,
তার সাথেই আমফান , বন্ধুত্ব প্রকট।
ভেসে গেলো ঘরবাড়ি, কত যে বানভাসি,
হেথায় হোথায় আগুন, ধোঁয়া রাশি রাশি।
শিক্ষা ব্যবস্থায় সংযোজন হোলো অনলাইন,
বাড়ল পাশের হার, নির্দ্ধিধায় ফাইন।
হাতের মুঠোয় ফোন, যত কচিকাঁচাদের,
করোনা দিয়েছে তাদের, আনন্দ যে ঢের।
নানা দিক হতে এসেছে কত না পুরস্কার,
তাঁরাই গর্ব মোদের, দেশের অহংকার।
বর্ষবিদায়ের শেষে মোদের মিনতি,
করোনা হতে যেন বিশ্ব পায় অব্যাহতি।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct