রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: ফিডার ক্যানেল পারাপারের জন্য একমাত্র ভরসা যন্ত্রচালিত সব নৌকায় অকেজো। ফলে পারাপারের জন্য ফিডার ক্যানেলের দুই পারে দাঁড়িয়ে কয়েক শো মানুষ। পারাপার করতে না পেরে চরম ভোগান্তিতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মালঞ্চা ফিডার ক্যানেল ঘাটে। বেশকিছুদিন ধরেই নৌকার সমস্যায় যাতায়াত করতে না পেরে ক্ষুব্ধ দুইপারের বাসিন্দারা। অবিলম্বে স্থায়ী সমাধানের দাবিতে বুধবার ফিডার ক্যানেলের ধারে দাঁড়িয়ে সরব হন সাধারণ মানুষ। উল্লেখ্য, ফিডার ক্যানেল পারাপারের জন্য দীর্ঘদিন হাতে টানা নৌকায় ভরসা ছিলো স্থানীয় বাসিন্দাদের। কিন্তু বছর দেড়েক আগেই সমস্ত ঘাটে জেনারেটর নৌকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। যা নিয়ে দীর্ঘদিন টানাপোড়ন চললেও অবশেষে জেনারেটর নৌকায় পারাপার শুরু হয়। জানা গিয়েছে, মালঞ্চা ফেরিঘাটে দুই পারের প্রায় দশটিরও বেশি গ্রাম থেকে নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালঞ্চা ফেরিঘাটে এতদিন তিনটি যন্ত্রচালিত নৌকা থাকলেও একটি ডুবে যায়। অন্যদিকে আরো দুইটি নৌকা অকেজো হয়ে পড়ে আছে। ফলে তিনটি নৌকা অকেজো হওয়ায় দুর্ভোগ সইতে হচ্ছে সাধারণ মানুষকে। জীবনের ঝুঁকি নিয়ে ছোট ডিঙিতে পারাপার করতে হচ্ছে। লাগছে টাকাও। তবে নৌকা না চলায় প্রায় ২০ কিমি পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। অবিলম্বে অকেজো নৌকা ঠিক করে সাধারণ মানুষের চলাচলের যোগ্য করে তোলার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct