বিশ্ববরেণ্য নেতাজি
সংগ্রাম সাহা
_____________
বরণীয় দেশনায়ক
নেতাজি তুমি
আজ শুভ জন্মদিনে
তোমার নমি।
সুভাষ থেকে একদিন
হোলে নেতাজি
তোমার হৃদয় জুড়ে
ছিল স্বামীজি।
স্বদেশ-বিদেশ জুড়ে
তোমার কর্মভুমি
স্বাধীনতার প্রথম স্বাদ
দিয়ে ছিলে তুমি।
কেন যে তোমার
হলো অন্তর্ধান
আজও তার কোন
মেলেনি সন্ধান।
তুমি আছো, তুমি থাকবে
তুমি যে অনন্য
এই জগত জানে
তুমি বিশ্ববরেণ্য।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct