প্রতিবেশীদের আপত্তিতে মসজিদ তৈরির কাজ বন্ধ রাখলেন বিহারের প্রত্যন্ত গ্রামের মুসলিমরা
আপনজন ডেস্ক: বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারের মসনদে নীতিশ কুমার বসার পর সাম্প্রদায়িকতা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ওই রাজ্যজুড়ে। তার ইঙ্গিত পাওয়া গেল বিহারের সীতামারহি জেলার বরগনিয়া থানা এলাকার একটি গ্রামে। জানা গেছে, মুসলিমদের নামায পড়ার সুবিধার্থে নতুন মসজিদ তৈরি করতে গেলে প্রতিবেশী হিন্দুদের থেকে আপত্তি আসে। তার ভিত্তিতে মসজিদের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়িএক সংবাদমাধ্যম সূত্র জানাচ্ছে, নামাযের জন্য গ্রামবাদের প্রায় তিন কিলোমিটার দূরে বড়হি গ্রামে যেতে হয়। তাই গ্রামের মধ্যে নিজস্ব মসজিদ করার সিদ্ধান্ত নেয় তারা। এ জন্য তারা বছর তিনেক আগে এক হিন্দু প্রতিবেশীর কাছ থেকে জমি কেনে মসজিদের জন্য। কিন্তু এখন গ্রামের সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাসিন্দাদের আপত্তিতে ওই মসজিদ তৈরি করা বন্ধ রাখতে হয়েছে।
ওই গ্রামের এক বাসিন্দা মাহমুদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রবিবার সকালে হিন্দু সম্প্রদায়ের প্রবীণরা গ্রামের মন্দিরের কাছে একটি সভা করেছিলেন। তাতে কয়েকজন মুসলমানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই সবায় তাদেরকে মসজিদ নির্মাণ বন্ধ করার কথা বরা হয়।
আরও পড়ুন:
মাহমুদ জানা, তাকে জিজ্ঞেস করা হয়, গ্রামে যেহেতু কোনও মসজিদ ছিল না, তাই কেন এখন মসজিদ নির্মাণ করা হচ্ছে। যদিও মাহমুদ জানান, হিন্দু-সংখ্যাগরিষ্ঠ এই গ্রামে প্রায় দুই ডজন মুসলিম পরিবার বাস করে। তাদের যারা নামায পড়ার সুবিধার্থে ও সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য এই মসজিদ তৈরি করতে চান। যদিও তাতে মত দেননি তারা। তাই মসজিদের ভিতের কাজ শুরু করা হলেও তা বন্ধ দিতে বাধ্য হয়েছে তারা।
উল্লেখ্য, কয়েক দশক আগে, এখানে মাত্র চারটি মুসলিম পরিবার ছিল এই গ্রামে। কিন্তু সংখ্যালঘু জনসংখ্যা বৃদ্ধি পাওযার ফলে গ্রামে ২৫টি জন মুসলিম পরিবারের বাস।
ওই গ্রামের প্রধান বা মুখিয়ার সঙ্গে এক সংবাদমাধ্যম যোগাযোগ করলে জানানো হয়, তিনি পাটনায় আছেন। মঙ্গলবার ফিরে বিষয়টি খতিয়ে দেখবেন। তবে, মন্দির বা মসজিদ যাই হোক না কেন ধর্মস্থান তৈরি করতে দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে, ওই গ্রামের মুসলিরা বরছে, তারা সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে কোনও ধরনের জামেলায় জড়াতে চান না বলেই মসজিদ নির্মাণের কাজ বন্ধ রেখেছেন।
আরও পড়ুন: