আপনজন ডেস্ক: আমাদের দেশ এই মুহূর্তে কৃষি বিল নিয়ে কৃষক বিক্ষোভে উত্তাল।এই বিলের মধ্যে কয়েকটি ধারা আছে যা কৃষক বিরোধী ও পুঁজিপতিদের স্বার্থান্বেষী।পাঞ্জাব হরিয়ানা ও বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ কৃষক দিল্লির রাজপথে অবস্থান রত। যখন এই কৃষি বিলটি পাস করানো হয়েছিল,বাংলা সংস্কৃতি মঞ্চ কৃষিবিল প্রত্যাহারের দাবিতে কলকাতার রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জেলার ইউনিটে আন্দোলন শুরু করেছিল। বীরভূমের রামপুরহাটে মিছিলে ১০,০০০ এর বেশী মানুষ অংশ নিয়েছিল দাবি বাংলা সংস্কৃতি মঞ্চের। এছাড়া বীরভূমের ময়ূরেশ্বর, মুরারই, মুর্শিদাবাদের সুতি প্রভৃতি জায়গায় প্রতিবাদ মিছিল করে সংস্কৃতি মঞ্চ। কৃষি বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ করা থেকে রাজভবন অভিযান ও করে বাংলা সাংকৃতি মঞ্চ। বাংলা সংস্কৃতি মঞ্চের বক্তব্য যে তাদের ক্ষুদ্র পরিসীমার মধ্য থেকে যতটা পারছে প্রতিবাদ করার চেষ্টা করেছে। তাদের অভিযোগ তথাকথিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই রকম আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে না। এই বিল শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের কৃষক বিরোধী একটি বিল। দলমত নির্বিশেষে এর প্রতিবাদ করা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পুঁজিপতিদের স্বার্থ না দেখে কৃষকদের সুবিধার্থে তাদের দাবি-দাওয়া মেনে তাদের জন্য প্রয়োজনীয় সংশোধনী আনে। গোটা দেশ যখন উত্তাল তখন বাংলা চুপ থাকতে পারে না। যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান না হলে বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আরও তীব্র প্রতিবাদ আন্দোলনে নামা হবে।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct