বাঙালী জিন্দাবাদ
সৌমেন্দু লাহিড়ী
_____________
জয় বাঙালীর জয়,
জয় বাংলার জয়,
ভালোবাসা দিয়ে করেছে বাঙালী
সারা বিশ্ব জয়।
জয় বাংলার জয়,
এই বাংলা শান্তিময়,
বাংলা মায়ের স্নেহের ছায়ায়
সন্তান হেথা রয়।
জয় বাঙালীর জয়,
বাংলা ভাষার জয়,
বাংলা ভাষার ব্যাপ্তি ঘটুক
সারা বিশ্বময়।
জয় বাংলার জয়,
হেথা বিভেদের বাণ
আনে যে পরাণ
যেন তার নাশ হয়।
প্রার্থনা করি তব শ্রীচরণে
ওগো মঙ্গলময়,
সাম্প্রদায়িক সম্প্রীতি যেন
হেথা চিরদিন রয়।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct