হিন্দু সহপাঠীর সঙ্গে যাওয়ায় বাস থেকে নামিয়ে মুসলিম যুবককে ব্যাপক মারধর বজরং দলের
আপনজন ডেস্ক: এক সহপাঠীর সঙ্গে বাসে যাওয়ার দোষে বজরং দলের আক্রমণের শিকার হলেন এক মুসলিম যুবক। ওই যুবকের অপরাধ হলে তিনি তার দীর্ঘদিনের পরিচিত সহপাঠী এক হিন্দু মহিলার পাশে বসে যাচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিজেপি শাসিত কর্নাটকের সমুদ্র উপকূলবর্তী ম্যাঙ্গালুরু শহরে।
এ ব্যাপারে ম্যাঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার শশী কুমার জানিয়েছেন, ২৩ বছর বয়সি ওই মুসলিম যুবকটি সহপাঠী হিন্দু বান্ধবীর সঙ্গে বেসরকারি বসে করে যাচ্ছিলেন। রাত সাড়ে নটার সময় সাত আটজন বজরং দলের সদস্য বাস থামিয়ে ওই মুসলিম যুবককে মারধর শুরু করে। সহপাঠী বান্ধবী তাঁকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তিনি আরো জানান, আটজনকে পুলিশ আটক করেছে যাদের মধ্যে চারজন বজরং দলের সদস্য। তাদেরকে গ্রেফতার করা হবে।
কুমার জানান, চারজন মিলে বাসটি থামায়। তারপর যুবকটিকে টেনে নামিয়ে মারধরের পর পাছায় ছুরিকাঘাত করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
পুলিশ জানিয়েছে, সহপাঠী ভিন ধর্মী বান্ধবীটি শহরে পথঘাট ততটা চেনেন না বলে হিন্দু মুসলিম বন্ধুটি তাকে সাহায্য করতে বাসে আসে। ওই মহিলাটি পুলিশকে জানিয়েছেন, বহু বছর ধরে তিনি ওই মুসলিম বন্ধুটিকে চেনেন।
আরও পড়ুন:
এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে এসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়েছে। যে দুজন তাদের বাসে যাওয়ার খবর দিয়েছিল তাদের খোঁজে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, হিন্দু মহিলাদের ধর্মান্তরিত করে বিয়ে করে মুসলিম যুবকদের লাভ জিহাদ রুখতে কর্ণাটক সরকার বিল পাশ করেছে বিধানসভায়।
আরও পড়ুন: