আপনজন ডেস্ক: সাংবিধানিক ক্ষমতা নেই একজন প্রেসিডেন্ট হিসেবে। েএই অভিযোগ তুলে আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সার্কসিয়ান রবিবার পদত্যাগ করেছেন। সার্কসিয়ান সাংবাদিকদের বলেন, আমি আবেগতাড়িত হয়ে এ সিদ্ধান্ত নেইনি বরং সুনির্দিষ্ট কারণে পদত্যাগ করেছিন।
আরমেন সার্কসিয়ান বলেন, বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে প্রায় চার বছর ধরে চিন্তাভাবনা করার পর আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আর্মেনিয়ার সংবিধান দেশের প্রেসিডেন্টকে কাজ করার যথেষ্ট ক্ষমতা ও স্বাধীনতা দেয়নি।
তিনি আশা প্রকাশ করেন, সংবিধান সংশোধন করে দেশের জন্য এমন আইন প্রণয়ন করা হবে যাতে পরবর্তী প্রেসিডেন্ট ও তার প্রশাসন আরও বেশি ভারসাম্যপূর্ণ পরিবেশে কাজ করতে পারবে।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct