আপনজন ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার টুইটার অ্যাকাউন্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করে হুমকি দিয়েছেন। ২০২০ সালে নিহত ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। লিখেছেন, ‘প্রতিশোধ অনিবার্য’। এই টুইট বার্তা প্রকাশের পর টুইটার অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। তার অভিষেক অনুষ্ঠানে অংশ না নিয়ে ট্রাম্প এদিন হোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডায় তার মার-এ-লাগো গলফ ক্লাবে চলে যান। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) টুইটারে সাবেক মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি পোস্ট করেন খামেনি। সেখানে দেখা যাচ্ছে, ট্রাম্প গলফ খেলছেন আর তার ওপর একটি যুদ্ধবিমান কিংবা ড্রোনের ছায়া পড়েছে। ছবির সঙ্গে দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, ‘সোলাইমানির হত্যাকারী ও যিনি এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন তারা অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হবে। যেকোনও সময় প্রতিশোধ নেওয়া হতে পারে।’