রাহেন খন্দকার,দিনহাটা,আপনজন: পাত্রী মেহেন্দি থেকে গায়ে হলুদ, প্যান্ডেল থেকে ভুরিভোজ সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়। কিন্তু বাধ সাধলো প্রশাসন। প্রশাসনের তৎপরতায় রুকে গেল নাবালিকার বিয়ে। ঘটনাটি কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের গোবরা ছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খামার বক্সী এলাকার।
জানা যায় গোবরা ছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খামার বক্সী এলাকার ১৬ বছরের নাবালিকার সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের খারিজা ডাকুরহাক গ্ৰামের এক যুবকের বিয়ে ঠিক হয়। সোমবার বিয়ের দিন ছিল। পাত্রী মেহেন্দি থেকে গায়ে হলুদ, প্যান্ডেল থেকে ভুরিভোজ সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়। খবর পেয়ে বিয়ে ঠিক আগ মুহূর্তে নাবালিকার বাড়িতে গিয়ে হাজির হন প্রশাসনের লোকজন। এরপর মেয়ের বাবা-মাকে বোঝান এবং প্রশাসনের কাছে মেয়ের বাবা-মা ভুল স্বীকার করেন তার নাবালিকা মেয়েকে ১৮ বছর পার না হলে বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন। গোবরা ছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহায়ক সুদীপ বোস ও প্রধান মমতাজ বেগম বলেন, নাবালিকার বিয়ে হচ্ছে খবর পেয়ে আমরা গিয়েছিলাম । সেই বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বোঝাই তারাও স্বীকার করে নিয়েছেন যতদিন না পর্যন্ত তাদের মেয়ে সাবালক না হয়, ততদিন তাদের মেয়েকে বিয়ে দেবেন না।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct