আপনজন ডেস্ক: অসমের দিমা হাসাও জেলার হাফলং আসনে গত ১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই এলাকাটি বিজেপি প্রভাবিত। এলাকার সাংসদও বিজেপির। ভোট হয়ে যাওয়ার পর কংগ্রেসের তরফে কারচুপি করার অভিযোগও উঠেছিল। যদিও অসমের শাসক দল বিজেপি তা মানতে চায়নি। কিন্তু ভোটের হিসাব উলটো কথা বলছে।
বিধানসভা নির্বাচনে হাফলং-এর একটি বুথে ভোটর সংখ্যা ছিল ৯০। কিন্তু ভোট পড়ার পর যেড তথ্য পরিসখ্যান মিলেছে তাতে দেখা যাচ্ছে মোট ভোট পড়েছে ১৮১টি। নিবন্ধিত ভোটার মাত্র ৯০ জন। কিন্তু সেখানে ভোট পড়েছে ১৮১টি। খোদ নির্বাচন কমিশনের তথ্যে এই অবাক তথ্য ধরা পড়ায় নড়েচড়ে বসেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ৬ জন অফিসারকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি কেন্দ্রটিতে পুনরায় ভোট গ্রহণের আদেশ দেওয়ার পরিকল্পনা করছে তারা।
উল্লেখ্য, হাফলং এলাকার বর্তমান সাংসদ ক্ষমতাসীন বিজেপির বীর ভদ্র হগজের। তিনি ২০১৬ সালে রেকর্ড ৭৪ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন।
বার্তা সংস্থা সূত্র জানিয়েছে, যেসব অফিসারকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন, সেক্টর অফিসার সেখোসিয়েম ল্যাংগুম, প্রিজাইডিং অফিসার প্রহ্লাদ চ রায়, প্রধান পোলিং অফিসার পরমেশ্বর চরঙ্গা, দ্বিতীয় পোলিং অফিসার স্বরাজ কান্তি দাস এবং তৃতীয় পোলিং অফিসার লালজামলো থাইক।
আরও পড়ুন:
এদিকে, এ ঘটনার পেছনে বিজেপিকে দায়ী করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এক টুইট বার্তায় কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, অসমে বিজেপির জয় পাওয়ার এটাই একমাত্র উপায়।
মোট তিন দফায় অসমের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার প্রথম দফায় ভোট হয় গত ২৭ মার্চ। আর দ্বিতীয় দফা ১ এপ্রিল। তৃতীয় ও সর্বশেষ দফার ভোটগ্রহণ হয় আজ মঙ্গলবার।
আরও পড়ুন: