আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হানাদার ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে।সোমবার (৬ নভেম্বর) গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলের অব্যাহত হামলায় ১০ হাজার ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ হাজার ১০৪ জনই শিশু।এদিকে মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা এক বিবৃতিতে বলেছেন, ‘যথেষ্ট হয়েছে।’ অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন তারা।তবে যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে ইসরায়েল বলেছে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে তাণ্ডবের সময় হামাসের হাতে জিম্মিদের প্রথমে মুক্তি দেওয়া উচিত।জাতিসংঘের প্রধানরা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘একটি পুরো জনগোষ্ঠী অবরুদ্ধ এবং হামলার মুখে রয়েছে। বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাদের বাড়ি, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল এবং উপাসনালয়ে বোমা হামলা করা হয়েছে। এটা একেবারে গ্রহণযোগ্য নয়।’‘আমাদের অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দরকার। ৩০ দিন হয়ে গেছে। যথেষ্ট হয়েছে। এই যুদ্ধ এখনই বন্ধ করা উচিত।’বিবৃতিতে স্বাক্ষর করা জাতিসংঘের ১৮টি সংস্থার প্রধানদের মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এবং জাতিসংঘের দাতব্যবিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস রয়েছেন।বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রতিনিধি গাজা থেকে বলেছেন, গত ৭ অক্টোবরের হামাসের হামলার পর ইসরায়েলের শুরু করা যুদ্ধে রোববার রাতে আকাশ, স্থল এবং সমুদ্রপথে সবচেয়ে তীব্র বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর হামাসের হাতে জিম্মি রয়েছেন ২৪২ জনের বেশি ইসরায়েলি ও বিদেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct