আপনজন ডেস্ক: লন্ডনে জাতীয় কোরআন প্রতিযোগিতা ‘দ্য ভয়েস অফ ওয়ানেস’ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিভি ওয়ান ইউকে-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার (৪ ডিসেম্বর) নর্থ লন্ডনের দ্য রয়েল রিজেন্সিতে এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। তিন হাজারের বেশি প্রতিযোগী থেকে বাছাই করে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। টিভি ওয়ান ইউকে সূত্রে জানা যায়, জাতীয় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বার্মিংহামের হামজাহ আদিম সিদ্দিক রামোস। সে পুরস্কার হিসেবে ফাইভ স্টার ওমরাহ প্যাকেজ লাভ করে। দ্বিতীয় স্থান অধিকার করে সায়েম আমান আহমদ। সে পুরস্কার হিসেবে ফাইভ স্টার তুর্কি হলিডে লাভ করে। এবং তৃতীয় স্থান অধিকার করেন ওয়াকিল রহমান। সে পুরস্কার হিসেবে ব্র্যান্ড নিউ ল্যাপট লাভ করে। সাউথইন্ড অন সি শহরের দ্য এক্সেস জামে মসজিদ অ্যান্ড অ্যাকাডেমির প্রিন্সিপাল ও খতিব শায়খ মাহমুদুল হাসান জানান, ‘আলহামদুলিল্লাহ, যুক্তরাজ্যের জনপ্রিয় টিভি চ্যানেলের উদ্যোগে মনোমুগ্ধকর কোরআন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct