আপনজন ডেস্ক: ফ্রান্স সফরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হিসেবে খ্যাত প্রাসাদ-সম অট্টালিকায় অবস্থান করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০১৫ সালে এই বাড়িটি তিনি কিনেছিলেন। ফ্রান্স সফরে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন।প্যারিসের বাইরে ভার্সাইয়ের কাছে অবস্থিত শ্যাঁতু লুই ফোরটিন নামের বাড়িটিকে ফরচুন সাময়িকী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি বলে অভিহিত করেছে। মোট ৫৭ একর জায়গার ওপর তৈরি এই বাড়ি। চলমান ইউরোপ সফরের অংশ হিসেবে বুধবার গ্রিস থেকে ফ্রান্সে গিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর এই প্রথম ইউরোপ সফরে গিয়েছেন সৌদি আরবের ৩৬ বছর বয়সী এই ডি ফ্যাক্টো নেতা। সোমবার গ্রিসের উদ্দেশে রিয়াদ ত্যাগ করেন তিনি। সেখানে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোকিসের সঙ্গে বৈঠক শেষে বুধবার গ্রিস থেকে ফ্রান্সে আসেন তিনি। যে প্রাসাদে বর্তমানে অবস্থান করছেন সৌদি যুবরাজ, সেখানে একসময় ফ্রান্সের রাজা চতুর্দশ লুইসের একটি দূর্গ ছিল। ঊনবিংশ শতাব্দির সেই দূর্গটির ২০০৯ সালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অবশ্য সেই দূর্গটির কাছাকাছিই ‘ভার্সাইলিস প্যালেস’ নামে ফ্রান্সের রাজপরিবারের আরেকটি প্রাসাদ রয়েছে, সেটিকে যত্নের সঙ্গ সংরক্ষিত রেখেছে ফরাসি সরকার। শ্যাঁতু লুই ফোরটিন নামের প্রাসাদটিতে রয়েছে একটি নাইটক্লাব, সোনার কারুকাজ খচিত ঝর্না, একটি ছোট আকারের সিনেমা হল এবং একটি বিশাল অ্যাকোরিয়াম। সেই অ্যাকোরিয়াম পরিদর্শনের জন্য একটি আন্ডারওয়াটার গ্লাস চেম্বারও রয়েছে। চেম্বারটি বহুমূল্য সোফা ও অন্যান্য আসাবাবে সজ্জিত।ফ্রান্সের রাজা চতুর্দশ লুইসের নামাঙ্কিত এই বাসভবনটির নির্মাণকাজ শুরু হয় ২০১০ সালে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct