এহসানুল হক,বসিরহাট,আপনজন: টাকা পয়সার অভাবে অনেকেই সঠিক চিকিৎসা পাননা। অনেকেই নিজের পকেটের কথা চিন্তা করে হাসপাতালের দরজায় যেতেই ভয় পান । এভাবেই নিজেদের অজান্তেই অনেক আক্রান্ত হন কঠিন রোগে। রোগগ্রস্ত হয়ে অনেকে মারাও যান অকালে। সেই সব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল বসিরহাট দুই নম্বর ব্লকের অন্তর্গত চাঁপাপুকুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চাঁপাপুকুর পঞ্চায়েতের অন্তর্গত রাজাপুর এলাকায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসে অঞ্চল সভাপতি বিকাশ সর্কার, প্রাক্তন প্রধান অনাথ বন্ধু দাস, প্রদান স্বপ্না সাহা, দুলাল সিং রায়, হাসানুর মোল্লা ,শফিকুল ইসলাম, আব্দুল ওদুদ ,মোমরেজ আলী সহ একাধিক বিশিষ্টজনেরা। বালিশায় অবস্থিত এম আর হাসপাতালের উদ্যোগেই হল এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি হয়েছেন এলাকার মানুষজন।
এদিন প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা । মূলত এদিন করা হয় ই.সি.জি, সি.বি. জি, মাপা হয় ব্লাড প্রেসার , সুগার ইত্যাদি। এনিয়ে চাঁপাপুকুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বিকাশ সর্কার জানান, লকডাউন এর জেরে মানুষ বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যেতে পারছেন না। সেই কারণে গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হল। এলাকার মানুষের ভালই সাড়া। আগামীতে আবারও এই গ্রাম পঞ্চায়েতের বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হবে।। এভাবে সর্বত্র বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হলে উপকৃত হবেন সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct