আপনজন ডেস্ক: প্রথমবারের মতো বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রথম ‘আন্তর্জাতিক মহামারী মোকাবিলা প্রস্তুতি’ দিবস। এখন থেকে প্রতিবছর ২৭ ডিসেম্বর সদস্য দেশগুলিকে এবং বিশ্বের বিভিন্ন সংগঠনকে এই দিবস পালনের নির্দেশ দিয়েছে রাষ্ট্রসংঘ।
‘আন্তর্জাতিক মহামারী মোকাবিলা প্রস্তুতি’ দিবস উপলক্ষ্যে দেয়া এক ভিডিও বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘ্রেবিয়েসুস বলেন, ইতিহাস বলছে, ‘করোনাই শেষ মহামারী নয়। বিশ্ববাসীকে এখনই পরবর্তী মহামারী মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে।’
মহামারী রুখতে গৃহীত বৈশ্বিক পদক্ষেপগুলোর সমালোচনা করে হু প্রধান বলেন, ‘যেভাবে শুধু কোটি কোটি অর্থ ব্যয় করে মহামারী দমনের চেষ্টা চলছে অথচ আগামী সংকটের জন্য কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না তা বিপজ্জনক রকম অদূরদর্শী কাজ। এই মহামারী মানুষ, প্রাণী এবং পরিবেশের স্বাস্থ্যের মধ্যে গভীর সম্পর্কের কথা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্যই পরিবেশ, পশুপাখি সবকিছুর উপর যে বিপদ নেমে আসছে সেটা আগে প্রতিরোধ করতে হবে।’
টেড্রোস বিশ্বের প্রত্যেক দেশকে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় আরও বেশি বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ‘মহামারী প্রতিরোধ, শনাক্ত ও জরুরী ব্যবস্থা নিতে সবরকমভাবে বিনিয়োগ করা উচিত। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ অগ্রগতি সাধন করতে হবে। যাতে আমাদের সন্তানরা ও তাদের পরবর্তী প্রজন্ম মহামারীর বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগাড় করতে পারে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct