আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের সর্বনাশা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে বিশেষ আলোচনা সভা আয়োজিত হয় বরানগর পৌরসভার রবীন্দ্রভবনে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বরানগর শহর তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস দলের বরিষ্ঠ সাংসদ তথা বিশিষ্ট অধ্যাপক সৌগত রায় মহাশয়। উপস্থিত বক্তারা কেন্দ্রীয় সরকারের শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ,যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী শিক্ষাব্যবস্থা ও শিক্ষাকে কর্পোরেট জগতের আওতাভুক্ত করার তীব্র নিন্দা করেন।
উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক অজিত কুমার নায়েক, বরানগর পৌরসভার মুখ্য প্রশাসক অপর্ণা মৌলিক, অনামী ঘোষ, ফারুক আহমেদ, দেবব্রত সরকার, নুরুল হক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct