সেখ রিয়াজ উদ্দিন: ‘শান্তির পথে, পুলিশের সাথে’ বার্তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, দীর্ঘ কয়েক বছর ধরে চলছে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জঙ্গলমহল কাপ ২০২০ রাজ্যের পাচটি জেলার জঙ্গল অধ্যুসিত থানাগুলি জঙ্গল মহল কাপ এর আওতায় বীরভূমের সাতাশটি থানার মধ্যে বারোটা থানা জঙ্গল মহল এলাকা হিসেবে পরিচিত আজ বীরভূম জেলা জুড়ে বারোটা থানায় একযোগে একদিনে জঙ্গল মহল কাপ এর শুভ সূচনা হয়েছে। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার সূচনা হয়।এখানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার শ্যাম সিং,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, সিউড়ি থানার আই সি চন্দ্রশেখর দাস, লোকপুর থানার ওসি মহাম্মদ মিকাইল মিয়া, খয়রাশোল ব্লক উন্নয়ন আধিকারিক তমাল বরণ ডাকুয়া প্রমূখ ব্যক্তিবর্গ। পুরুষ ও মহিলা উভয়ের অংশগ্রহণে ফুটবল, কাবাডি, তীরন্দাজি ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জঙ্গলমহলে প্রাসঙ্গিকতা নিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন বীরভূম জেলা পুলিশ সুপার মাননীয় শ্যাম সিং।খেলার পুরস্কার স্বরূপ কি রয়েছে তা বিস্তারিত জানান এবং ক্রীড়াপ্রেমীদের উৎসাহ প্রদানের কথা ব্যক্ত করেন।সন্ধ্যা নাগাদ সমস্ত খেলার পরিসমাপ্তি ঘটে এবং পুরস্কার প্রদান করা হয় বিজয়ীদের হাতে। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, লোকপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া প্রমূখ ব্যক্তিবর্গ। এদিন শান্তির প্রতীক হিসেবে সাদা পায়রা উড়ানো হয়। খেলার মাঠের চতুর্দিকে ছিল সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত পোস্টার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লোকপুর থানার এসআই রতন চন্দ্র সেন। অংশগ্রহণ কারি ব্যাক্তিদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে খয়রাশোল থানার আদিবাসী অধ্যুষিত ভাগাবান্ধ ফুটবল ময়দানে শুরু হয় জঙ্গল মহল কাপ এখানে উপস্থিত ছিলেন ডিএসপি, ডিআইবি সুব্রত চট্রপাধ্যায়, খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তমাল বরণ ডাকুয়া, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোল থানার ওসি জয়ন্ত দাস প্রমুখ ব্যাক্তিবর্গ। উপস্থিত চার অতিথিবর্গ পায়ে পায়ে ফুটবল খেলে খেলার শুভ সূচনা করেন। স্থানীয় আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক তপন পাল কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে স্বরচিত করোনা বিষয়ক গান সহ নৃত্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক তরুণ তপন ব্যানার্জি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct