জয়প্রকাশ কুইরি : জঙ্গল মহলের পুরুলিয়ার বাঘমুন্ডি গ্রামে ছৌ শিল্পী আকলু মাছুয়ারের আদি বাসস্থান |বাম আমল থেকে পরিবর্তনের সরকার হলেও এতদিনেও আবাস যোজনায় জোটে নি পাকা বাড়ি |জানা যায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ৮০ বছরের এই শিল্পী অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডি গ্রামে মাটির একচালা ভাঙা চেরা বাড়ি, সর্বত্রই যেন দারিদ্রের ছাপ তবুও বিদেশ থেকে পাওয়া মেডেল গুলো বাড়ির মধ্যে সাজিয়ে রেখেছেন তিনি যত্ন সহকারে |৮০ বছরের এই শিল্পীর অনেক সময়ই খাবার জোটে না বলে জানা যায় স্থানীয় সূত্রে পাশাপাশি যে বাড়িতে থাকেন তিনি সে বাড়িতে সামান্য বৃষ্টি হলেই বাড়িতে বৃষ্টির জল ঢোকে যায় |আবাস যোজনার ঘর মেলে নি তার মেলে নি ভাঙ্গা চেরা বাড়ির জন্য একখানা ত্রিপলও |এই হত দরিদ্র শিল্পীর বাঁশি বেজেছিল মৃনাল সেনের মৃগয়ায় বলে জানালেন তার ছটো ছেলে সন্তোষ মাছুয়ার এছাড়াও পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার সঙ্গে ছৌ নৃত্যে বাঁশি বাজাতে গিয়েছিলেন প্যারিসে | জানা যায় মাস কয়েক আগে তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন তার পর থেকে তিনি গৃহ বন্দি |তিন ছেলের মধ্যে তার একমাত্র ছোট ছেলেই দিন মজুরি করে সংসার চালান অন্য ছেলেরা ফিরেও তাকান না |সংসারের চাপ সামলাতে না পেরে শিল্পীর স্ত্রী মানসিক ভারসাম্য হীন হয়ে পড়েছেন বর্তমানে | বাম আমলে শিল্পী আকলু মাছুয়ারের স্ত্রী ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান আর সেই সময় তিনি পঞ্চায়েত চালাতে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এককালীন ৬০ হাজার টাকা ধার করেছিলেন আত্মীয় স্বজনদের কাছে |সেই টাকা এখনো পুরোপুরি শোধ করতে পারেন নি তিনি তবে বাঁশিতে এখনো সুর তুলতে সক্ষম হোন আগের মতোই কিন্তু বর্তমানে কেউই খোঁজ রাখেন না তার |
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct