আপনজন ডেস্ক: সঠিক উপায়কে কাজে লাগালে দ্রুত কোভিড-১৯ মহামারী জয় করা সম্ভব বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। আফ্রিকা সম্মেলনে ডব্লিউএইচও'র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, '‘আমরা যদি আমাদের হাতে থাকা হাতিয়ারের সঠিক ব্যবহার করি তবে দ্রুতই একে (কোভিড-১৯) নির্মূল করতে পারব। আর যদি তা না করি তবে এই ভাইরাস দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে যাবে। এটি আমাদের সঙ্গে অনেক অনেক দিন থেকে যেতে পারে।' কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে নিশ্চিত কার্যকর কোনো ওষুধ বা চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। নেই টিকাও। ফলে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় ভাইরাস সংক্রমিত হওয়া থেকে নিজেদের রক্ষা করা। এজন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের মতে, করোনা মোকাবিলায় কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্বই সবচেয়ে ভাল হাতিয়ার। অনেক দেশ এবং কোম্পানি কোভিড-১৯ এর টিকা আবিষ্কারে কাজ করছে। বেশ কয়েকটি টিকার চূড়ান্ত পরীক্ষাও চলছে। চলতি বছরের শেষে করোনার টিকা হাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী ডব্লিউএইচও প্রধান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct