আপনজন ডেস্ক: আমেরিকায় আছড়ে পড়ল মারাত্মক ঘূর্ণিঝড়। ডেল্টা নামের এই ঘূর্ণিঝড় শুক্রবার রাতে লুইজিয়ানার ক্রেওল উপকূলে ডেল্টা আঘাত হেনেছে বলে সে দেশের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে।
এনএইচসি এ ব্যাপারে বলেছে, হারিকেন ডেল্টা উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরি দুই ছিল। তবে এক ঘণ্টা পর শক্তি কমে গিয়ে ক্যাটাগরি এক হয়ে আসে। ঝড়টি এখনো প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে ডেল্টার বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
ঝড়ের ফলে সেখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এর জেরে লুইজিয়ানায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ঘটনা ঘটলে অন্তত ৫৫ লাখ মানুষ জলবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে। বিপর্যয় মোকাবিলার কর্মীদের সেখানে পাঠানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct