শামিম মোল্যা, বসিরহাট: পুজোর আগে টাকি পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় করে হাসনাবাদ পুলিশের পক্ষ থেকে টাকি হেল্প ডেস্ক ঘরের উদ্বোধন হল। এদিন ফিতে কেটে উদ্বোধন করেন বসিরহাটের পুলিস সুপার যোবি থমাস কে, হাসনাবাদ থানার আই কৃষ্ণেন্দু ঘোষ, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জী, টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ বিশিষ্টজনেরা।
বসিরহাট পুলিস সুপার যোবি থমাস কে বলেন,টাকি পর্যটন কেন্দ্র থেকে হাসনাবাদ থানা অনেকটাই দুরে , দেখ ভাল করার জন্য পুলিসের পক্ষ থেকে এতদূর এসে কাজ করা অনেক কঠিন ব্যাপার। তাই টাকির পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে হাসনাবাদ থানার পক্ষ থেকে হেল্প ডেক্স করা হল। যাতে প্রশাসন ওখান থেকে পর্যটন কেন্দ্রে নজর রাখতে পারে। পাশাপাশি হঠাৎ করে কোনও ঘটনা ঘটলে বা অভিযোগ করতে চাইলে অনেকটা দূর যেতে হয়। সে কথা মাথায় রেখেই ওই এলাকায় পুলিস হেল্পডেস্ক তৈরি করা হল।
টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, টাকি পৌরসভার সহযোগিতায় ও হাসনাবাদ থানার উদ্যোগে কয়েক লক্ষ টাকা ব্যয় করে টাকি বোর্ড ঘাটের পাশে পুলিসের হেল্প ডেস্ক করা হল।
সামনেই পুজো আসছে, বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন তাঁরা এখানে এসে অসুবিধার কথা জানাতে পারবেন।
এদিন এক পর্যটক অংকন প্রসাদ বারুই বলেন,এটা খুব ভালো হয়েছে। টাকির মতো জায়গায় এই রকম পরিষেবা দরকার ছিল। অনেক পর্যটকই তাদের সুবিধার কথা বলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct