আপনজন ডেস্ক: কাবুলে রাশিয়া, চিন ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার। বৈঠকের পর তিনি বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়।
কারণ, ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়। আফগানিস্তানের প্রথম উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বারাদার ছাড়াও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকিসহ সরকারের বেশি কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন। বারাদার তার বক্তব্যে বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়। যদি কারও কোনো সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে তবে আমরা এ সমস্যা আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানে প্রস্তুত আছি। অন্যের ক্ষতি করার কোনো নীতি বা উদ্দেশ্য আমাদের নেই। ভবিষ্যতে আফগানিস্তান হবে শান্তির নীড়।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বলেন, আমরা সুশাসনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চাই। একই সঙ্গে এ অঞ্চল ও বিশ্বের সঙ্গেও একটি নতুন রাজনৈতিক অধ্যায় খুলতে চাই।
মোল্লা বারাদার ও আমির খান মোত্তাকির বক্তব্য টুইট করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বের স্বীকৃতি আদায় করতে হলে আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু দাবি মেনে নিতে হতে পারে। তাদের নাগরিকদের আফগানিস্তানে নিরাপদ থাকার নিশ্চয়তা দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct