আপনজন ডেস্ক: ‘হিন্দুস্তানকে কখনও পাকিস্তান বা তালিবান হতে দেব না হবে না’, ভবানীপুরে নির্বাচনী প্রচারে এসে এভাবেই বিজেপির প্রচারের জবাব দিলেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি প্রচার চালাচ্ছিল নন্দীগ্রামকে পাকিস্তান বানাতে চায় তৃণমূল। এখন ভবানীপুর নিয়ে সেই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করা হচ্ছে। মসজিদে গেলেও কটাক্ষ করা হচ্ছে, গুরুদ্বারে গেলেও কটাক্ষ করা হচ্ছে। তাই বিজেপি বিভেদমূলক রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন।
বৃহস্পতিবার ৭২ নম্বর ওয়ার্ডে পদ্মপুকুরের উত্তম উদ্যানে হিন্দিভাষী ভোটারদের সঙ্গে বৈঠক করেন তিনি। হিন্দিভাষী ভোট টানতে বিজেপি ভবানীপুর কেন্দ্রে অবাঙালি প্রার্থী দিয়েছে। সেসব উপেক্ষা করে মমতা বলেন, গুজরাতি হোক, মারোয়াড়ি হোক কারও খারাপ চাই না। গুজরাত হোক, রাজস্থান হোক, উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক, প্রত্যেকেরই পৃথক পৃথক সংস্কৃতি আছে। আমি রাজস্থানে গেলে যেমন আজমেঢ় শরিফে যাব। তেমনই পুষ্করেও যাই। নন্দীগ্রামকে পাকিস্তান বলেছিল। ভবানীপুরকেও পাকিস্তান বলছে। এটা আমার দেশ, আমার মাতৃভূমি। আমি আমার দেশ, মাতৃভূমিকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি চাই আমার দেশ শক্তিশালী হোক এবং আমার মাতৃভূমিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে। আমরা চাই না ভারত আরেকটি তালিবান (শাসিত রাষ্ট্র) হয়ে উঠুক। আমি কখনই আমার দেশকে পাকিস্তানে পরিণত হতে দেব না।
মমতা আরও বলেন, আমি কখনই সম্প্রদায়ের মধ্যে পার্থক্য করি না। বিজেপিই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সামাজিক কাঠামো ধ্বংস করে দেয়। এলাকার ব্যবসায়ী সম্প্রদায়কে আকৃষ্ট করতে মুখ্যমন্ত্রী বলেন, তিনিই দেশের প্রথম রাজনীতিবিদ যিনি ২০১৬ সালে নোট বাতিলের বিরোধিতা করেছিলেন।
নোটবন্দি প্রসঙ্গে কেন্দ্রেীয় সরকারের চরম সমালোচনা করেন। তিনি বলেন,আমিই প্রথম নোট বন্দির বিরোধিতা করেছিলাম। আমি জানি নোট বন্দির সময় ব্যবসায়ী সম্প্রদায় কী ধরনের হয়রানির মধ্যে দিয়ে গেছে। তিনি বলেন, আমি নিয়মিত বড়বাজারে যেতাম এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের সাথে কথা বলতাম।
উল্লেখ্য, ভবানীপুর উপনির্বাচনের প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় তিন কযেক আগে খিদিরপুর এলাকার ষোলোআনা মসজিদে যান। সেখানে ইমাম সহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। কথা বলেন পুজো কমিটির লোকদের সঙ্গেও। এরপর তিনি গুরুদ্বারেও যান। তা নিয়ে বিজেপির রাজ্য কো–অর্ডিনেটর অমিত মালব্য কটাক্ষ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct