আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের জন্য বিশ্বের বহু দেশে এখনও স্কুল কলেজ বন্ধ্। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পড়ুয়অদের যাতে পড়াশুনার কোনও ক্ষতি না হয় তার জন্য চালু রয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থা। এই ধরনের ব্যবস্থা চালু রয়েছে সৌদি আরবেও।
সৌদি আরবে এই অনলাইন ক্লাসে এবার বিস্ময় সৃষ্টি করেছে এক শিশুছাত্র। জানা গেছে, করোনার জন্য সৌদি আরবের আল আফলাজ জেলার কয়েকটি মসজিদ নিয়মিত ক্লাসের বিকল্প হিসেবে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছিল। তাতে ছোট শিশুরা ঘরে বসেই ক্লাসে অংশগ্রহণ করে। সেই অনলাইন ক্লাসে ওই সকল শিশু ছাত্র ব্যাপক কৃতিত্ব দেখিয়েছে। সৌদি গণমাধ্যম সাবাক জানায়, আল আফলাজ জেলার পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক শিশু এই অনলাইন কোর্সে অংশ নিয়ে পবিত্র কুরআনের হিফজ (সম্পূর্ণ কুরআন কণ্ঠস্থ) সম্পন্ন করেছে। ফলে তাহফিজু কুরআনিল কারিম ফাউন্ডেশন আয়োজিত এ কোর্স শিশু শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী ছিল বলে ধারণা করা হচ্ছে।
তাহফিজু কুরআনিল কারিম ফাউন্ডেশনের তরফ থেকে বলা হয়, অনলাইন ক্লাসে শুরুতে তিলাওয়াতের মান নিয়ে আলোচনা হতো। পরে হিফজ যুক্ত করা হয় এবং সাফল্য আসে। পাঁচ শিক্ষার্থীর দুজন মসজিদুল ইহসানের মুসল্লি, দুজন মসজিদুল ফোরকানের এবং একজন মসজিদুত তাওহিদের। হিফজ সম্পন্নকারী প্রতিটি শিক্ষার্থীকে অনলাইন সেমিনারের মাধ্যমে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে। মাতা-পিতা ও শিক্ষকদের উপস্থিতিতে তাদের দেওয়া হয় বহু মূল্যমানের উপঢৌকন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct